দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে ফ্রি চক্ষু শিবির মানব সেবায় লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা কাজ করে যাচ্ছে : মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৬ জানুয়ারি ২০১৬, ২০:৪২
সিলেট-৩ আসনের এমপি, প্যানেল স্পীকার, প্রতির¶া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক জাতীয় কমিটির অন্যতম সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দেশের দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ক্লাব বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে দরিদ্র মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে তা একটি মহৎ কাজ। মানব সেবায় যারা ব্রত থাকেন আল্লাহ তাদের প্রতি সন্তোষ্ট থাকে। এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ১৬ জানুয়ারী শনিবার সকালে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে, নগরীর ভার্থখলাস্থ সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন মিসেস হেলেন আহমেদের সভাপতিত্বে ও লায়ন্স ক্লাব অব সিলেটের সেক্রেটারী লায়ন ডাঃ শাহজাহান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে অধ্যক্ষ শামসুল ইসলাম। ¯^াগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মুহিবুর রহমান। বক্তব্য রাখেন জেলা ৩১৫ বি-১, বাংলাদেশ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশানলের রিজিয়ন চেয়ারম্যান লায়ন্স আসমা কামরান, আরসি লায়ন নাজনিন হোসেন। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) ছাহাবুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, দক্ষিণ সুরম প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার লায়ন খায়রুন নেছা শেলি, লায়ন শেফালী বেগম, দৈনিক সিলেট সুমার স্টাফ ফটো সাংবাদিক এম.এ খালিক, লিও ক্লাবের আশরাফুল, শাওন, জাকির, জামি, সাহেল জুনেদ, ইতি, রাসেল, দাইয়ান, ইমরান ও দুর্জয় প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলী হায়দার জামি।
দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে প্রায় সাত শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা শেষে ৭০ জন রোগীকে অপরেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।