ফেঞ্চুগঞ্জে ফেরিঘাট-মাইজগাঁও সড়ক সংস্কার কাজ শুরু
১৬ জানুয়ারি ২০১৬, ২০:৪৬
ফেঞ্চুগঞ্জ সমাচার

ফেঞ্চুগঞ্জে ৬৭ লাখ টাকা ব্যয়ে ফেরিঘাট মাইজগাঁও সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তানভীর হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিফতা, সমাজসেব জুবেদ আহমদ আহমদ চৌধুরী শিপু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, পারভেজ আহমদ, জুলহাসন আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাশার আহমদ শাহ প্রমুখ।