বাংলাদেশে নাশকতার ছক হচ্ছিল, জানাল সিঙ্গাপুর
২০ জানুয়ারি ২০১৬, ২২:৩৮
ফেঞ্চুগঞ্জ সমাচার
সিঙ্গাপুরে বসে ষড়যন্ত্র হচ্ছিল নাশকতার। হামলার লক্ষ্য ছিল বাংলাদেশ। সরকারি ভাবে এই তথ্য সামনে আনল সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রক।
গত বছর নভেম্বর আর ডিসেম্বরে মোট ২৭ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয় সিঙ্গাপুরে। নির্মাণ শ্রমিকের কাজ করতে এরা সিঙ্গাপুর গিয়েছিলেন। সিঙ্গাপুর সরকার জানাচ্ছে, সপ্তাহে এক বার এরা নিজেদের মধ্যে মিলিত হত বৈঠকে। আল কায়েদা বা আইএস-এর মতাদর্শ সমর্থন করে কথাবার্তা বলত। এবং দেশে ফিরে কী ভাবে ‘জিহাদি’ হামলা চালানো যায় তার ছক কষত।
এই ২৭ জনের মধ্যে ২৬ জনকে ইতিমধ্যেই ঢাকার হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি এক জন এখনও সিঙ্গাপুরের জেলে বন্দি। সিঙ্গাপুর সরকার জানিয়েছে, যাকে এখনও আটকে রাখা হয়েছে সে জেল পালানোর চেষ্টা করেছিল। ঠিক সময়ে তাকেও তুলে দেওয়া হবে ঢাকার হাতে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন