মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি: সাড়া মেলেনি সাবেক শিক্ষার্থীদের
২০ জানুয়ারি ২০১৬, ০১:০৭
৭৫ বছর পূর্ণ করেছে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মদন মোহন কলেজ। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২১ জানুয়ারি প্লাটিনাম জুবিলি বা হীরক জয়ন্তী উদযাপন করবে মদন মোহন কলেজ। বৃহস্পতিবার এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হীরক জয়ন্তী উৎসবের জন্য প্রায় তিন মাস আগে থেকে সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়। তবে নিবন্ধনে সাবেক শিক্ষার্থীদের তেমন সাড়া মেলেনি বলে জানা গেছে।
৭৫ বছর পূর্ণ করা কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৬শ’ জন নিবন্ধন করেছেন বলে জানা গেছে। প্রচার প্রচারণার অভাবেই সাবেক শিক্ষার্থীদের আশানুরুপ সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার কলেজে গিয়ে দেখা যায়, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে হীরক জয়ন্তী অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত কলেজ প্রশাসন। লামাবাজারস্থ কলেজের মূল ক্যাম্পাসে প্যান্ডেল ও মঞ্চ তৈরীসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হচ্ছে।
বৃহস্পতিবার হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থপ্রতিমন্ত্রী, মাননীয় শিক্ষাসচিবসহ আরও অনেকে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল ফতেহ ফাত্তাহ জানান, প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতির জন্য নিবন্ধন কার্যক্রম গত অক্টোবর মাসে শুরু হয়। এ পর্যন্ত দেশ বিদেশের ছয়শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী নাম নিবন্ধন করেছেন। কলেজের বর্তমান ছাত্রছাত্রী এবং দেশবরেণ্য প্রাক্তন ছাত্রছাত্রীদের পদচারনায় এ দিন কলেজ ক্যাম্পাস মুখরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সর্ব্বানী অর্জুন জানান, গৌরবের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য গৌরবের।
তিনি বলেন, আমরা আশা করছি, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মদন মোহন কলেজকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা করবেন।
কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শংকর চৌধুরী জানান, ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের আঞ্চলিক শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও মেহরীন, কিরণ চন্দ্রসহ দেশবরেণ্য ও বিখ্যাত শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন।
সাবেক শিক্ষার্থীদের আশানুরুপ সাড়া না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ঐতিহ্যবাহী এ কলেজের অসংখ্য ছাত্রছাত্রী দেশের ও দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে থাকা সত্ত্বেও তুলনামূলক কম প্রাক্তন ছাত্রছাত্রী নিবন্ধন করেছেন। এ ক্ষেত্রে প্রচার প্রচারনার ঘাটতি থাকতে পারে বলে তিনি মনে করেন।
তাছাড়া অনেক বেশি ছাত্রছাত্রীর উপস্থিতির জন্য পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়ার কথাও জানান তিনি।
কলেজে অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র পরিতোষ দেবনাথ বলেন, কলেজের একজন ছাত্র হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। তিনি আরো বলেন, সিলেটের বাণিজ্য বিভাগের ছাত্রদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পড়ার একমাত্র প্রতিষ্ঠান মদন মোহন কলেজ। কিন্তু এই কলেজটি বেসরকারি হওয়ার কারণে এখানে পড়ালেখার ব্যয় বহন করা অনেক ছাত্রের পক্ষে কষ্টকর।
প্রধানমন্ত্রীর কাছে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটাই আবেদন আমাদের কলেজকে যেন সরকারি করা হয়।
উল্লেখ্য, ২৬ জানুয়ারি ১৯৪০ সালে মোহিনী মোহন দাশ, যোগেন্দ্র মোহন দাশ ও প্রফুল্ল মোহন দাশ তাঁদের পিতা মদন মোহন দাশের স্মরণে কলেজটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে অদ্যাবধি মদন মোহন কলেজ গৌরবের সাথে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে এ কলেজে ৫টি অনুষদ রয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন