কীভাবে তুষারে ঢেকে গেল হোয়াইট হাউস?
২৪ জানুয়ারি ২০১৬, ২২:৩১
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, বড় শহর নিউইয়র্কসহ ২০টি অঙ্গরাজ্যে তুষারে বিপর্যস্ত। দেশটির কিছু কিছু অঞ্চলে ৪০ ইঞ্চি পর্যন্ত তুষার পড়েছে। এই কারণে ক্ষতির শিকার হয়েছেন আট কোটি ৫০ লাখ মার্কিনি। জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের অনেক শহরে।
তুষারে ডুবে যাওয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের ছবি এরই মধ্যে ইন্টারনেটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এই আলোচিত ছবিগুলোরই একটি তুষারে আচ্ছাদিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যলয় ও বাসভবন হোয়াইট হাউস।
ওয়াশিংটন ডিসিতে তীব্র তুষারপাত হয়েছে। শহরের রাস্তাঘাটে প্রায় কোমর অবধি তুষারে ঢেকে গেছে। এখানেই অবস্থিত হোয়াইট হাউসের চারপাশ তুষারে ঢাকা পড়েছে। সাদা দেয়ালের ভবনটি তুষারে ঢেকে যাওয়ায় দেখা যায় আরো শ্বেতশুভ্র।
বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওচিত্রে সবুজঘেরা হোয়াইট হাউজের শ্বেতশুভ্র তুষারে ঢেকে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। এতে দেখা যায়, সবুজঘেরা হোয়াইট হাউস ধীরে ধীরে তুষারে ঢেকে যেতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তুষার বাড়তে থাকে। একসময় তুষারে পুরো ঢেকে দেয়ালের মতো হোয়াইট হাউসের চারপাশই হয়ে ওঠে সাদা।
হোয়াইট হাউস ধীরে ধীরে তুষারে ঢেকে পড়ার ভিডিওচিত্রটি দেখতে ক্লিক করুন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন