প্রচ্ছদ

সিলেটে সোমবার থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’

২৪ জানুয়ারি ২০১৬, ২২:২৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

kkফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন এই শ্লোগানকে সামনে রেখে ‘৯ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৬’ সোমবার থেকে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামেতে শুরু হতে যাচ্ছে।

চিলড্রেন’স ফিল্ম সোসাইটি, বাংলাদেশের উদ্যোগে এবং ‘ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’ ও ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’ এর আয়োজনে ২৫-২৮ জানুয়ারি ২০১৬ এ উৎসবের আয়োজন করা হয়েছে, যা শিশু-কিশোরদের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকবে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনী শুরু হবে সোমবার বিকাল সাড়ে ৪ টায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে। সবের উদ্বোধন করবেন প্রফেসর এমিরেটাস এম. আবদুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, সিলেট’ এর উপদেষ্টা কবি ও গবেষক মোস্তাক আহমাদ দীন এবং তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, সিলেটের প্রধান সমন্বয়ক স্থপতি রাজন দাশ।

প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল ৩টা, বিকাল ৪.৩০ টা ও সন্ধ্যা ৬টায়।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার