প্রচ্ছদ

হাকালুকিতে অতি বিরল প্রজাতির পাতারি ফুটকি পাখির সন্ধান

২৪ জানুয়ারি ২০১৬, ১৩:০১

ফেঞ্চুগঞ্জ সমাচার

Hakaluki-Bird-Warblar-300x160 এবারের পাখি শুমারিতে এশিয়ার বৃহত্তম হাওর মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত হাকালুকিতে অতি বিরল প্রজাতির পাতারি ফুটকি পাখির সন্ধান মিলেছে। দেখতে অনেকটা ক্ষুদ্র এ পাখির অস্তিত্ব শুধু হাকালুকিতেই মিলেছে।

বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্যমতে- প্রথমবারের মতো বাংলাদেশে নিশ্চিত হওয়া গেলো অতি বিরল পাতারি ফুটকির অস্তিত্ব। এর আগে তিনবার তাকে দেখার রেকর্ড থাকলেও ২০১৫ সালে সন্দেহাতীতভাবে পাতারি ফুটকি থাকার প্রমাণ পাওয়া গেছে হাকালুকি হাওরে।

পাখি বিশেষজ্ঞদের মতে- দেখতে অপূর্ব এই ক্ষুদে পাখির সাথে যেনো পাখির চেয়ে ইঁদুরের মিলই বেশি। ঘাসের শিকড়ের নিচ দিয়ে চলা পোকা শিকার করে খাবারের জন্য। অথচ সে উড়ে আসে আমাদের অঞ্চলে তাঁর মূল নিবাস হিমালয় থেকে। এর ইংরেজি নাম (Warbler)।

বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক জানান- শুধুমাত্র হাকালুকি হাওরে পাতারি ফুটকি পাখির অস্তিত্ব মিলেছে। পাতারি ফুটকি ছাড়াও উল্লেখযোগ্য কিছু পাখির দেখা মিলে হাকালুকি হাওরে। এগুলো হচ্ছে- তিলা-ঝাড়ফুটকি, পালাসি-ফড়িংফুটকি, বৈকাল-ঝাড়ফুটকি এবং লালচাঁদি-ফুটকি। তবে সবচেয়ে বেশি ধরা হয়েছিল মেটে-ফুটকি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার