প্রচ্ছদ

দিন দিন রাজস্ব আয় বাড়ছে তাই দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যাচ্ছেঃ মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি

২৬ জানুয়ারি ২০১৬, ১৬:৫১

ফেঞ্চুগঞ্জ সমাচার

HHআন্তর্জাতিক কাস্টমস দিবসে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩ বলেন, ট্যাক্স ও ভ্যাট বেশী প্রদান করতে জনগনকে সচেতন করে তুলতে হবে। তিনি কাষ্টমস এর সকল কর্মকর্তাদের সৎ ও সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য আহবান জানান। তিনি বলেন দিন দিন রাজস্ব আয় বাড়ছে তাই দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।12583966_1207693349259481_1338960105_n

এর আগে র‍্যালি উদ্ভোধন করেন মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি পরে র‍্যালিতে অংশগ্রহন করেন তিনি । ১৯৫৩ সাল থেকে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন হয়ে আসছে। বর্তমানে ২৬ জানুয়ারী বিশ্বের ১৮০ টি দেশে এই আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করছে। প্রধান অতিথির বক্তব্যের আগে উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন আমন্ত্রিত অতিথি গণ বিভিন্ন  প্রশ্নের উত্তর দেন অনুষ্টানের সভাপতি ড. এ কে এম নুরুজ্জামান কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।12583650_1207693672592782_1997268283_n

DIGITAL CUSTOMS: Progressive Engagement, এই শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব মো: আব্দুর রাজ্জাক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড, মো: আল আমিন অতিরিক্ত কমিশনার সিলেট বিভাগ, মাহমুদুর রহমান কর কমিশনার সিলেট, লে: কর্ণেল মো: আব্দুর রাজ্জাক তরফদার বিজিবিএমএস এসি ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার বিজিবি সিলেট, সালাউদ্দিন আলী আহমদ সভাপতি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, এতে সভাপতিত্ব করেন ড.এ কে এম নুরুজ্জামান কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট। সেলিব্রেটি হল হোটেল স্টার প্যাসিফিক পূর্ব দরগা গেইট সিলেটে এ আলোচনা সভার আয়োজন করা হয় ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার