চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৩০ জানুয়ারি ২০১৬, ২১:৫০
চট্টগ্রামে প্রায় দুইশ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থায়নে নির্মিত ২১ তলা এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনীতে অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত, শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, চেম্বারের শতবর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য এম এ লতিফ, চেম্বার সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
বাংলাদেশে প্রথম গড়ে তোলা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউ ইয়র্কভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস অ্যাসোসিয়েশনের সদস্য বলে চট্টগ্রামের চেম্বার নেতারা জানিয়েছেন।
নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ৭৫ কাঠা জমির উপর নির্মিত ছয় লাখ ৭৮ হাজার বর্গফুটের এই বহুতল ভবনের পেছনে রেলওয়ের মালিকানাধীন আগ্রাবাদ ডেবা।
তিনটি বেইজমেন্ট বিশিষ্ট ২১ তলা এ ভবনে ব্যাংক, এক্সিবিশন হল, শপিং মল, ফুড কোর্ট, আইজি জোন, কনভেনশন হল, সভাকক্ষ, ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার, হেলথ ক্লাব, ব্যাংকোয়েট হল, বিলিয়ার্ড রুম, স্নুকার রুম, টেনিস কোর্ট ও সুইমিং পুল থাকছে।
ভবনটির দশম থেকে ২০ তলা পর্যন্ত পাঁচ তারকা হোটেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
সভা কক্ষগুলোর নাম চট্টগ্রামের কয়েকটি নদীর নামে করা হবে। বায়িং এজেন্সি, ব্যাংকসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান ভবনটিতে থাকবে বলে জানান চেম্বার নেতারা।
৯১ মিটার উঁচু ভবনটিতে রয়েছে ১১টি লিফট, পাঁচ জোড়া এস্কেলেটর, আটটি জরুরি নির্গমন পথ, সিসিটিভি ক্যামেরা এবং প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন