প্রচ্ছদ

আফগানিস্তানে আত্মঘাতি হামলা: নিহত ১০

০১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016_02_01_18_23_43_YyR9lLMYCptBn8ModL0QePYBxf3BkU_originalআফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতি এক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ২০ জন লোক আহত হয়েছে। তালেবানরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সন্দেহভাজন এক তালেবান আত্মঘাতি হামলাকারী কাবুলের পুলিশ ভবনে ঢোকার চেষ্টা করে এবং এ হামলা চালায়। উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব সালাঙ্গি আল জাজিরাকে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে, নিহতদের বেশিরভাগই দেশটির বেসামরিক নাগরিক। স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ওই হামলার পরপরই ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছে।

আফগানিস্তান, পাকিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশটির দ্বিতীয় দফা শান্তি আলোচনার ঠিক পাঁচদিন আগে এ হামলার ঘটনা ঘটলো। এখনো কোনো সংগঠন এর দায় স্বীকার করেনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার