কাদের-হাওলাদার জাতীয় পার্টির মুখপাত্র
০১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৮
জাতীয় পার্টির মধ্যকার চলমান অস্থিরতার প্রেক্ষাপটে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাদের এ দায়িত্ব দেন। এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৭ জানুয়ারি জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করার পর থেকেই জাপার নেতৃত্ব কোন্দল চরমে। এরশাদপন্থি ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ‘অনুসারীরা’ দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। গত রোববার এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেও অবৈধ বলেছেন তারা।
এ প্রেক্ষাপটে গণমাধ্যমের কাছে দল ও দলের প্রধানের সিদ্ধান্ত সম্পর্কে তাদের বিরূপ মন্তব্য বন্ধ করতেই আস্থাভাজন দুই নেতাকে এরশাদ মুখপাত্রের দায়িত্বে দিয়েছেন বলে জানিয়ছেন জাপা নেতারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুখপাত্র ছাড়া অন্য কোন নেতার কথা জাপার দলীয় বক্তব্য হিসেবে বিবেচিত হবে না। এখন থেকে জিএম কাদের অথবা রুহুল আমিন হাওলাদার গণমাধ্যমে দল সম্পর্কে বক্তব্য প্রদান করবেন।
“বিচ্ছিন্নভাবে কারো মন্তব্য, বক্তব্য বা বিবৃতি জাতীয় পার্টির বক্তব্য বলে বিবেচিত হবে না।'”
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন