প্রচ্ছদ

সিলেট বিভাগে ১১৯ কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই এসএসসি পরীক্ষা শুরু

০১ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

SSC exam 05 0820140508161004সিলেট বিভাগে ১১৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় সিলেটেও এই পরীক্ষা শুরু হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান জানান, এবারের এসএসসি পরীক্ষায় ৮৪ হাজার ৪৬২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৩২ হাজার ১৯০জন ছাত্র ও ৪০ হাজার ১৭০জন ছাত্রী রয়েছেন। এছাড়াও অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ১২ হাজার ২০২জন।

বিভাগের চারটি জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা রয়েছেন সিলেটে। সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছেন হবিগঞ্জে। সিলেট জেলায় ৪৪টি কেন্দ্রে ২৭ হাজার ৩৮৩জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবেন। এর মধ্যে ১২ হাজার ৪৫৪ জন ছাত্র ও ১৪ হাজার ৯২৯ জন ছাত্রী রয়েছেন।

হবিগঞ্জে ২৬টি পরীক্ষা কেন্দ্রে ১৩ হাজার ৬৪৮জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবেন। এর মধ্যে ৫ হাজার ৯৮০জন ছাত্র ও ৭ হাজার ৬৬৮জন ছাত্রী রয়েছেন।

এছাড়াও মৌলভীবাজার জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জেলায় ১৬ হাজার ১১৮জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৭১৯জন ছাত্র ও ৯ হাজার ৩৯৯জন ছাত্রী রয়েছেন।

সুনামগঞ্জ জেলায় ২৬টি পরীক্ষা কেন্দ্রে ১৫ হাজার ২১১জন পরীক্ষার্থী অংশ নিবেন। এর মধ্যে ৭ হাজার ৩৭জন ছাত্র ও ৮ হাজার ১৭৪জন ছাত্রী রয়েছেন।

আব্দুল মান্নান আরো জানান, সিলেটের ১১৯টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা শুরু হয়েছে। এছাড়াও  পরীক্ষা কেন্দ্রগুলো নকলমুক্ত রাখার জন্য বোর্ডের পক্ষ থেকে ৫টি টিম গঠন করা হয়েছে। এ ছাড়াও কেন্দ্রগুলোতে ভিজিট করছে আরো ৫০টি টিম।

এছাড়াও জেলা, উপজেলা প্রশাসনে কর্মরত সরকারের ঊধ্বতন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করবেন বলে তিনি জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার