পিএসএলে সাকিবের উজ্জ্বল অভিষেক
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৭
০৫ ফেব্রুয়ারি ২০১৬:
স্পোর্টস ডেস্ক: ‘হৃদয়ের বাদশা’— ম্যাচসেরা সাকিবের পারফরম্যান্স বর্ণনা করতে গিয়ে ভালোবাসায় আপ্লুত করাচি কিংস। ছবি : টুইটার
জাতীয় দল কিংবা কোনো দেশের ঘরোয়া ক্রিকেট যেখানেই খেলুন না কেন, সাকিব আল হাসান সব সময় স্বমহিমায় ভাস্বর। দুই বছর আগে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ে বিশাল অবদান ছিল তাঁর। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলের শুরুতেও বিশ্বসেরা অলরাউন্ডারের দুর্দান্ত নৈপুণ্য। শুক্রবার সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে লাহোর ক্যালান্ডার্সকে সহজেই সাত উইকেটে হারিয়েছে করাচি কিংস।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা লাহোর শুরুতেই হোঁচট খেয়েছে ক্রিস গেইলকে হারিয়ে। ম্যাচের চতুর্থ বলেই বিশ্বের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন শোয়েব মালিক। চার বলে একটি চারসহ গেইলের অবদান মাত্র ছয় রান।
নিজের প্রথম ওভারে সাফল্য পেয়েছেন সাকিবও। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে লাহোরের অধিনায়ক আজহার আলীকে (১৮) বোল্ড করেছেন তিনি। এরপর আর কোনো উইকেট না পেলেও রানও খুব বেশি দেননি। সাকিবের বোলিং ফিগার যথেষ্ট ভালো, ৪-০-২৬-১।
সাকিবের পাশাপাশি করাচির অন্য বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিং ১২৫ রানের বেশি নিতে দেয়নি লাহোরকে। সর্বোচ্চ ৩৭ রান মোহাম্মদ রিজওয়ানের। ২৭ রানে তিন উইকেট নিয়ে করাচির সেরা বোলার মোহাম্মদ আমির।
বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে উঠেছেন সাকিব। মাত্র ৩৫ বলে তিনটি করে চার ও ছক্কায় ৫১ রান করেছেন তিনি। সাকিব আউট হয়ে গেলেও লেন্ডল সিমন্সকে ফেরাতে পারেনি লাহোর। ৪৬ বলে ৬২ রানে অপরাজিত থেকে ২৫ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই ক্যারিবীয় ওপেনার।
ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল পারফরম্যান্সের জন্য সাকিবই অবশ্য ম্যাচের সেরা খেলোয়াড়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন