প্রচ্ছদ

শিক্ষার্থীদের মান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক ও অভিভাবকদের যত্নবান হতে হবে —- মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩১

ফেঞ্চুগঞ্জ সমাচার

DSC07510-660x33006/02/16: সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিশু-কিশোরদের প্রাথমিক শিক্ষার ভীত মজবুত হলে দক্ষ মানব সম্পদ তৈরী করা সম্ভব। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার ২৬ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। শিক্ষার্থীদের মান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরো যত্নবান  হওয়ার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৬ ফেব্রুয়ারী শনিবার দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী পরবর্তী পৃথক পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা চন্দন দত্তের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, উপজেলা আ’লীগের সভাপতি হাজী সাইফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মইনুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাজী চুনু মিয়া, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা সানাউল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখছেন আব্দুস সালাম মর্তু, মুক্তিযোদ্ধ আলফাজ উদ্দিন, আতিকুর রহমান, শিক্ষক নূরুজ্জামান, নাসির উদ্দিন, আহমেদ হোসেন খোকন, সেলিম আহমদ মেম্বার, এড. শামীম আহমদ, নন্দন চন্দ্র পাল।

12662496_1546597282334147_3477267265841993754_nফেঞ্চুগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস
ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী পরবর্তী আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাতের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ ষম্পাদক শহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন, ওসি নন্দন কান্তি ধর, ডা. সফিকুল আলম, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, শিক্ষানুরাগী জুবেদ আহমদ চৌধুরী শিপু, মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, আ’লীগ নেতা আব্দুল মালিক সাইস্তা। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কৃষকদের মধ্যে জেনারেটর, ল্যাবটপ, ক্যামেরা, প্রজেক্টর সহ বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করেন। সবশেষে অবসর প্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার