৩ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৩
ফেঞ্চুগঞ্জ সমাচার
এপ্রিলের ৩ তারিখ থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এইচএসসি পরীক্ষার এই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
গত কয়েক বছর ধরে এপ্রিলের প্রথম দিন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ১ এপ্রিল পড়েছে শুক্রবার। এ কারণে ৩ এপ্রিল (রোববার) থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।
সূচি অনুযায়ী, ৩ এপ্রিল থেকে ৯ জুন হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১১ থেকে ২০ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
এসএসসির মতো এইচএসসিতেও এবার থেকে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন