প্রচ্ছদ

হার্টের জন্য কেন চকলেট ভালো

১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

images (1)১৪ ফেব্রুয়ারি ২০১৬: চকোলেট খান, হৃদপিণ্ডকে ভালো রাখুন।
স্বাস্থ্যকর খাদ্যতালিকার পাশাপাশি একটু চকোলেট খেলে বেশি দিন বাঁচা যায়, আর হৃদপিণ্ডকেও ভালো রাখা যায়। চকোলেটকে হার্টের স্বাস্থ্য ভালো রাখার একটি অন্যতম খাবার হিসেবে ধরা হয়। এটি হৃদস্পন্দর ভালো রাখে, আর হৃদপিণ্ডকেও স্বাস্থ্যকর রাখে।

এক থেকে দুই পিস ছোট চকোলেট শরীরে শক্তি জোগায়। শরীরকেও ফিট রাখে। তবে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে চকোলেট এড়িয়ে যাওয়াই শ্রেয়।

গবেষণায় বলা হয়, কালো চকোলেট খাওয়া যাদের অভ্যাস তাদের কার্ডিওভাসকুলার পদ্ধতি অনেক ভালো থাকে। জীবনযাত্রাবিষয়ক বোল্ডস্কাইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে হার্টের জন্য চকোলেট খাওয়ার গুণের কথা।

হৃদরোগ প্রতিরোধ করে

কালো চকোলেটের একটি প্রধান উপাদান কোকো। এটি হদরোগ প্রতিরোধ করে। করনারি হৃদরোগ ও ভালভের রোগ হওয়ার ঝুঁকি কমায়।

রক্তনালি ভালো রাখে

যেসব গাছ থেকে কোকো উৎপন্ন হয় সেগুলো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। আর অ্যান্টি অক্সিডেন্ট হার্টের জন্য ভালো। এক পিস কালো চকোলেট প্রতিদিন খেলে হৃদপিণ্ডের রক্তনালিগুলো ভালো থাকে।

রক্ত সঞ্চালন

কালো চকোলেট শরীরের অনেক উপকার করে। এটি রক্তসঞ্চালন ভালো করে। আর রক্তসঞ্চালন ভালো থাকলে ব্লকেজ হওয়া প্রতিরোধ হয়, হার্ট অ্যাটাক থেকে সুরক্ষা পাওয়া যায়।

উচ্চ রক্তচাপ কমায়

কালো চকোলেট খেলে উচ্চ রক্তচাপ কমে। আর উচ্চ রক্তচাপ হার্টের ঝুঁকির কারণ। যদি আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন এক টুকরো কালো চকোলেট খেতে পারেন।

বাজে কোলেস্টেরলের সাথে লড়াই

শরীরে বাজে কোলেস্টেরল কমাতে এক টুকরো কালো চকোলেটও খাদ্যতালিকায় রাখতে পারেন।ক্ষতিকর কোলেস্টেরল বেড়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে।

মানসিক চাপ কমায়

মানসিক চাপ হার্টের রোগ বাড়ায়। এটি নীরব ঘাতকের মতো কাজ করে। মানসিক চাপ কমাতে কালো চকোলেট খেতে পারেন। এটি মস্তিষ্ক থেকে সুখী হরমোনের জোগান দেয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
34Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার