প্রচ্ছদ

জয়ের কাছে কম্পিউটার শিখছেন প্রধানমন্ত্রী

১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

imagesপ্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছেই তার কম্পিউটারের হাতেখড়ি। এখনও তিনি ছেলের কাছে কম্পিউটার শিখছেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিশুরা অনেক বেশি মেধাবী। তারা প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত। তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। আমার ছেলের কাছ থেকে এখনও আমি শিখছি, শিক্ষায় কোনও লজ্জা নেই।
রবিবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিকে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শেখ হাসিনা। সেখানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রাক্তন ছাত্রদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, ‘যারা বিত্তবান বা সমাজে একটু প্রতিষ্ঠিত তারা নিজ নিজ স্কুলে অন্তত, যে স্কুলে আপনারা লেখাপড়া করেছেন সেখানে একটা মল্টিমিডিয়া ক্লাসরুম বা রুমের সামগ্রী উপহার দেবেন। সমগ্র জাতীয় মাধ্যমে আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী কোমলমতি শিশুদের ভালো ফলাফলের আশায় পড়ার জন্য চাপ না দিয়ে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে পরামর্শ দেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার