অবসরপ্রাপ্ত বিচারপতিদের ওকালতি বন্ধে রিট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৯
ফেব্রুয়ারি ১৫, ২০১৬ : হাইকোর্টঅবসরের পর হাইকোর্ট বিভাগের কোনও বিচারপতি যেন আপিল বিভাগে ওকালতি করতে না পারেন- এ বিষয়ে নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।
আগামী রবিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
ড. ইউনুস আলী আকন্দ বলেন, ‘অবসরে যাওয়ার পর কোনও বিচারপতি সুপ্রিমকোর্টে বা হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবেন না মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে। সঙ্গে সংবিধানের ৩৩ ধারাও বাতিলে নির্দেশনা চাওয়া হয়েছে।’
সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর পক্ষে আইনজীবী হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির আদালতে হাজির হওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রধান বিচারপতি এস কে সিনহা এই সদ্য অবসের যাওয়া বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, অবসরে যাওয়ার পর বিচারপতিদের নিয়ম মেনে চলা উচিত। এরপর আজ সোমবার সেই বিচারপতি নজরুল ইসলাম মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অবসর গ্রহণ করেন। সরকারের নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা নিয়ে বর্তমানে তিনি বিচারপতিদের বাসভবনেই থাকেন।