এশিয়া কাপের চূড়ান্ত সময় সূচি
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০১
এ বছরেই শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপের জমজমাট আসর। তবে ভুলে যাবেন না, এর আগে রয়েছে এশিয়া কাপও। আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশে বসবে প্রথমবারের মতো টি২০ ফরম্যাটের এশিয়া কাপ ক্রিকেট। এ লক্ষ্যে রোববার ১৫ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা অনেকটাই কয়েক দিন আগে ঘোষিত টি২০ বিশ্বকাপের স্কোয়াডের মতোই।
রোববার রাতে (বিসিবি) এশিয়া কাপের জন্য ১৫ সদেস্যর দল ঘোষণা করে। এতে দলে তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন বিপিএলে অসাধারণ খেলা ওপেনার ইমরুল কায়েস।
কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। সেই দলে অবশ্য নেই ইমরুল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি সব খেলোয়াড়ই এই দলে রয়েছেন।
এক নজরে বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আবু হায়দার রনি।
এত কিছু তো জানা হল কিন্তু কবে থেকে এশিয়া কাপ শুরু। কবে কার খেলা, কিছুই তো জানা নেই। যদি না জানা থাকে তা হলে আসুন জেনে নেয়া যাক এশিয়া কাপের চূড়ান্ত সময় সূচি –
১৯ ফেব্রুয়ারি – কোয়ালিফাইং গ্র্রুপ, আফগানিস্থান বনাম ইউনাইটেড আরব এমিরেটস
১৯ ফেব্রুয়ারি – কোয়ালিফাইং গ্র্রুপ, হংকং বনাম ওমান
২০ ফেব্রুয়ারি – কোয়ালিফাইং গ্র্রুপ, আফগানিস্থান বনাম ওমান
২১ ফেব্রুয়ারি – হংকং বনাম ইউনাইটেড আরব এমিরেটস
২২ ফেব্রুয়ারি – কোয়ালিফাইং গ্র্রুপ, আফগানিস্থান বনাম হংকং
২২ ফেব্রুয়ারি – কোয়ালিফাইং গ্র্রুপ, ওমান বনাম ইউনাইটেড আরব এমিরেটস
২৪ ফেব্রুয়ারি – ভারত বনাম বাংলাদেশ – মিরপুর (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
২৫ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কা বনাম যোগ্যতা নির্ণায়ক দল, – মিরপুর , (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম যোগ্যতা নির্ণায়ক দল, – মিরপুর , (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
২৭ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান, মিরপুর , (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
২৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, মিরপুর , (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
২৯ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম যোগ্যতা নির্ণায়ক দল, মিরপুর , (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
১ মার্চ – ভারত বনাম শ্রীলঙ্কা, মিরপুর , (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
২ মার্চ – বাংলাদেশ বনাম পাকিস্তান, মিরপুর , (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
৩ মার্চ – ভারত বনাম যোগ্যতা নির্ণায়ক দল, মিরপুর , (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
৪ মার্চ – পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, মিরপুর , (ভারতীয় সময় সন্ধে ৭ টা)
৬ মার্চ – ফাইনাল – মীরপুর, (ভারতীয় সময় সন্ধে ৭ টা)