প্রচ্ছদ

রাজধানীতে ১৪ দলের মানববন্ধন

১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১১

ফেঞ্চুগঞ্জ সমাচার

12733518_10153445230494537_7719707758274231203_nবাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও স্বাধীনতাবিরোধীদের অপকর্মের
বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে রাজধানীতে ১৪ দলের মানববন্ধন
মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতে সোমবার বিকালে
ঢাকা শহরের এক প্রান্ত গাবতলী থেকে অন্য প্রান্ত যাত্রাবাড়ী পর্যন্ত এই মানববন্ধন করে
১৪ দলীয় জোট।
বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও স্বাধীনতাবিরোধীদের অপকর্মের বিরুদ্ধে গণজাগরণ
সৃষ্টির উদ্দেশ্যে সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে
মানববন্ধন করে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, কিশোর রায়, জাহাঙ্গীর আলম ফজলু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজিদুল ইসলাম খান, ন্যাপের আব্দুর রশিদ সরকার, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, শরীফ নুরুল আম্বিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মুকুল চৌধুরী, শাহে আলম মুরাদ, আব্দুল হক সবুজ, ডা. দিলীপ রায়, শহিদুল ইসলাম মিলন, আবুল কালাম আজাদ, এ এফ এম আব্দুল হক, গাজী লুৎফুল কবির রেনু, মোহাম্মদ নাসির, আব্দুল খালেক, মো. জামাল উদ্দিন, ফজলুর রহমান পর্বত, আফজাল সিদ্দিকী, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
——————-

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার