লাগবে না ডায়ালেসিস, আমেরিকার তৈরি কৃত্রিম কিডনিই বাঁচাবে
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪০
কিডনির সমস্যায় এবার আর যন্ত্রণাদায়ক ডায়লাসিসের মধ্যে দিয়ে যেতে হবে না।
মার্কিন নেফরোলজিস্টদের এক দল এমন এক ধরনের কৃত্রিম কিডনি তৈরি করছেন যা সহজেই ইমপ্ল্যান্ট করা যাবে এবং তাতে থাকবে মাইক্রোচিপ ফিল্টারস এবং জীবন্ত কিডনি কোষ। টেনিসির ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের নেফরোলজিস্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর ডা. চতুর্থ উইলিয়াম এইচ ফিসেল এই বিশেষ ধরনের কিডনি নিয়ে গবেষণায় ভালোই সাফল্য পেয়েছেন। তাঁর মতে এই বায়ো-হাইব্রিড কৃত্রিম কিডনিটি শরীর থেকে বর্জ্য পদার্থ, অতিরিক্ত নুন এবং জল বের করতে সাহায্য করবে। ফলে কিডনি বিকল হয়ে গেলে ডায়লাসিসের যন্ত্রণা আর সহ্য করতে হবে না রোগীদের। আকারে খানিকটা সোডা ক্যানের মতো হবে এই কৃত্রিম কিডনি, যাতে সহজেই রোগীর শরীরের মধ্যে তা প্রতিস্থাপন করা যায়। যে মাইক্রোচিপ এই কৃত্রিম কিডনিতে লাগানো হবে, তা সিলিকন ন্যানো টেকনলজি দিয়ে বানানো হবে। দামের দিক থেকেও সাধ্যের মধ্যে থাকবে বলে জানিয়েছেন অধ্যাপক ফিসেল। এই কৃত্রিম কিডনির আরও একটি সুবিধে রয়েছে। অনেক সময়ে ডোনারের থেকে কিডনি নিয়ে শরীরে প্রতিস্থাপন করা হলে, শরীর তা বাতিল করে দেয়। কিন্তু অত্যাধুনিক টেকনলজিতে তৈরি এই কৃত্রিম কিডনির ক্ষেত্রে এমন কিছু হবে না।