এক কমিকস বইয়ের দাম সাড়ে চার লাখ ডলার!
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৭
১৯ ফেব্রুয়ারি ২০১৬: ‘অ্যামেজিং ফ্যান্টাসি’ সিরিজের ১৫ নম্বর স্পাইডারম্যান কমিকস বইটি সাড়ে চার লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হয়েছে।
অনেক শিশুই কমিকস পড়তে পছন্দ করে। বড় হয়েও অনেকে এমন কমিকস পড়ার অভ্যাস ছাড়তে পারে না। চিন্তা করুন তো, একটি কমিকস বইয়ের দাম সর্বোচ্চ কত হতে পারে? ২০, ৫০ থেকে কয়েকশ টাকা বলবেন অনেকে। বিদেশি কোনো কমিকস বইয়ের দাম সর্বোচ্চ হাজারখানেক হতে পারে। এক কমিকস বইয়ের দাম নিশ্চয় লাখ ডলার হবে না!
মানুষের সুদূর কল্পনাকেও ছাড়িয়ে একটি কমিকস বই বিক্রি হয়েছে সাড়ে চার লাখ ডলারের বেশি দামে। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশন’ একটি দুষ্প্রাপ্য কমিকস চার লাখ ৫৪ হাজার ১০০ মার্কিন ডলারে বিক্রি করেছে।
হেরিটেজ অকশনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সংগ্রাহক সাড়ের চার লাখ ডলারের বেশি দামের স্পাইডারম্যানের দুষ্প্রাপ্য কমিকস বইটি কিনেছে।
জানা গেছে, বিক্রীত স্পাইডারম্যান কমিকসটি প্রকাশকাল ১৯৬২ সাল। ‘অ্যামেজিং ফ্যান্টাসি’ সিরিজের ১৫ নম্বর কমিকস বইটি মানের স্কেলে ১ থেকে ১০ পয়েন্টের মধ্যে পেয়েছে ৯ দশমিক ৪।
কমিকস বইয়ের দাম শুনে চোখ কপালে উঠে যাওয়া ব্যক্তিদের জন্য আরো কিছু তথ্য। স্পাইডারম্যানের কমিকস বইটি ১৯৮০ সালে এক হাজার ২০০ মার্কিন ডলারে সংগ্রহ করেছিল নিউইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা ওয়াল্টার ইয়াকোবস্কি। গত সপ্তাহে ওই ব্যক্তি বার্তা সংস্থা এপিকে বলেন, তরুণ বয়সে কমিকস বই কেনায় বেশ অর্থ বিনিয়োগ করেন তিনি। দুষ্প্রাপ্য কয়েকটি কমিকস বই তিনি সংগ্রহ করেছিলেন।
এর আগে ২০১১ সালে এক ব্যক্তিগত সংগ্রাহক ‘অ্যামেজিং ফ্যান্টাসি’ সিরিজের ১৫ নম্বর কমিকস বইটি ১১ লাখ মার্কিন ডলারে কিনেছিল বলে শোনা যায়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন