প্রচ্ছদ

খেলা-ধুলার মাধ্যমে বিশ্ব দরবারে আমরা পরিচিতি লাভ করছি-মাহমুদ-উস সামাদ চৌ: এমপি

২১ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪২

ফেঞ্চুগঞ্জ সমাচার

12735867_1223776087651207_2122419425_nগতকাল ২০-০২-১৬ইং শনিবার পুরান বাজার এনপিসি ক্লাব কর্তৃক আয়োজিত “ছালিকুল হক দ্বৈত বেডমিন্টন প্রতিযোগিতা” ফাইনাল খেলা অনুষ্টিত হয় উক্ত  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩। তুমুল প্রতিযোগিতা মূলক খেলায় রাজমহল ফেঞ্চুগঞ্জ ওয়াসিম এক্সপ্রেস কে পরাজিত করে। পুরষ্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন আতাউর রহমান রুনু উপস্থিত ছিলেন শওকত আলী সভাপতি ফেঞ্চুগঞ্জ  উপজেলা আওয়ামী লীগ, জুবেদ আহমদ চৌধুরী শিপু, শহীদুজ্জামান ছুটু মাষ্টার, সিরাজুল ইসলাম চৌ:, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহজান শাহ্, যুক্তরাজ্য প্রবাসী আয়াছুল করিম, মামুন আহমদ নেওয়াজ, নুরুল হোসেন খোকন, মুহিব উদ্দিন বাদল, ফয়ছল আহমদ, বিজন দেব নাথ, আব্দুল আওয়াল কয়েছ, ডালিম, রুমেল, মাশার, মিছলু, এমাদ, পাশা, ড্যানেস। খেলা পরিচালনা করেন মিঞা মোহাম্মদ শাহিন ও জামাল। অনুষ্টান পরিচালনা করেন জালাল আহমদ।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার