প্রচ্ছদ

পূর্ণাঙ্গ কমিটি পেল ছাত্রলীগ

২২ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

file (1)বিদায়ী সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, নতুন সাধারণ সম্পাদক জাকির হোসাইন, নতুন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও বিদায়ী সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

কাউন্সিলের সাত মাস পর ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে ছাত্রলীগ।

ছাত্রলীগের নেতৃত্বে সাইফুর-জাকির
সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম জাকির হোসাইন সোমবার সন্ধ্যায়  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “৩০১ এক সদস্য বিশিষ্ট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছি। আমরা পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষরও করেছি।”

ভোট দিচ্ছেন কাউন্সিলররা গত বছরের ২৬ জুলাই কাউন্সিলে ভোটাভুটির মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গঠন করে বাংলাদেশের এই অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন।
সভাপতি হন সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন হন সাধারণ সম্পাদক।

কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও ওই রাতেই ছাত্রলীগের প্যাডে জানানো হয়, আজিজুল হক রানা সহসভাপতি, আসাদুজ্জামান নাদিম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার