প্রচ্ছদ

ষড়যন্ত্রে জড়িত সম্পাদকদের বিচার করা হবে: প্রধানমন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪২

ফেঞ্চুগঞ্জ সমাচার

58147deae14859c67b9de44177ade0e2-SHEIKH_HASINAশেখ হাসিনা‘ডিজিএফআই এর সঙ্গে উনার (মাহফুজ আনামের) কী সখ্য ছিল?’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উনাকে যা ধরিয়ে দিতেন তাই হুবহু ছাপিয়ে দিতেন। যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক সেভাবে একদিন তাদেরও বিচার হবে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সোমবার মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সরবরাহ করা মিথ্যা তথ্য প্রচারে ষড়যন্ত্রে জড়িত সম্পাদকদের বিচারের আওতায় আনা হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
শেখ হাসিনা বলেন, আমাকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টায় ওই সম্পাদকরা উঠেপড়ে লেগেছিলেন। দুটি পত্রিকা ডিজিএফআইয়ের লিখে দেওয়া মিথ্যা সংবাদ ছাপিয়ে সে সময় রাজনীতি থেকে আমাকে এবং খালেদা জিয়াকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। তিনি বলেন, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তিনি স্বীকারও করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, সত্য কখনও চাপা থাকে না। মাহফুজ আনামকে একটা কথাই বলব- অনেক চেষ্টা করেছেন। আপনার পিতৃতুল্য ওয়ার্ল্ড ব্যাংকও দুর্নীতিবাজ বানাতে পারেনি। আর আপনি!

২০০৭ সালে এক-এগারোর প্রেক্ষাপট তৈরিতে ষড়যন্ত্রে জড়িতদের উদ্দেশ করে তিনি বলেন, ডিজিএফআই দেশ চালাবে না, দেশ চালাবে সরকার প্রধান।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার