প্রচ্ছদ

দক্ষিণ সুরমায় স্কাউটস’র ওয়ান ডে ক্যাম্প অনুষ্ঠিত

২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileবাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদোগে ২২ ফেব্রুয়ারী সোমবার বিকেলে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ওয়ান ডে ক্যাম্প ও শিক্ষা সপ্তাহ ২০১৬ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা কমিশনার ও মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুর রব-এর সভাপতিত্বে ও স্কাউটস সম্পাদক মকব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্র্র্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি শাহেদ মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্কাউটস কমিশনার ও হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তজম্মুল ইসলাম। কোষাধ্যক্ষ ও বলদি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল ¯^াগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমির অধ্যক্ষ মোঃ বেলাল আহমদ, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ, স্কাউটস গ্রæপ কমিটির সভাপতি ও বিবিদইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ লাল রায়, উপ-আঞ্চলিক কমিশনার ইছমাইল আলী বাচ্চু, উপজেলা স্কাউল লিডার ও সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ মকন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। খোজারখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল হক, মিত্রা কর, শামসুন নাহার, সোয়াবুর রহমান, সোহেল মিয়া, মিলন কুমার সিংহ, মোয়াজ্জিম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ওয়ান ডে স্কাউটস ক্যাম্পে ও শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে উপজেলার ৩৫টি স্কুল ও মাদরাসার ৯৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার