প্রচ্ছদ

মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া-লেখার ব্যবস্থা সরকার করছে-মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি।

২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

12718167_1556524618008080_4112172110486804086_n আজ ২৫ ফেব্রুয়ারী ২০১৬ইং রোজ বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার পি,পি,এম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি জনাব মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন। তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের ভাল করে পড়া-লেখার পরামর্শ দেন তিনি বলেন বর্তমান দুনিয়া প্রতিযোগিতার দুনিয়া এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভাল পড়া-লেখার বিকল্প নেই। আমাদের সরকার ৩১ ডিসেম্বর দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্টানেছাত্র-ছাত্রীদের মাঝে বই পৌছে দিয়েছি। পড়া-লেখার পাশা-পাশি খেলা-ধুলা করতে হবে। খেলা-ধুলা শরীর মন দুটিই ভাল রাখে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা হুরে জান্নাত, শ্রী ভাষ্কর রজ্ঞন দাস অধ্যক্ষ ফেঞ্চুগঞ্জ  ডিগ্রী কলেজ, অফিসার্স ইনচার্জ নন্দন কান্তি ধর, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব আব্দুস শহীদ, আতাউর রহমান রুনু সভাপতিত্ব করেন স্কুল গভর্নিংবডির সভাপতি জুবেদ আহমদ চৌধুরী শিপু আরও বক্তব্য রাখেন জাহানারা বেগম শ্যামা মহিলা ভাইস চেয়ারম্যান, মাহফুজুর রহমান জাহাঙ্গীর , আব্দুল আওয়াল কয়েছ, মিছলু চৌ: ডালিম আহমদ, আব্দুল হামিদ, মুমিনুল হাসান, উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম চৌ:, মঈন উদ্দিন আহমদ, মুফতিউল হক চৌ: মুজিব, তিতু মিয়া, বেলায়েত স্যার, আকরাম হোসেন কমান্ডার, মুহিব উদ্দিন বাদল সহ অনেকে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার