প্রচ্ছদ

চলে গেলেন হবিগঞ্জবাসীর প্রিয় নাম সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ

২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

10552চলে গেলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, হবিগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদ।

তার ছেলে নিজামুল হক রানা জানান, তার বাবা রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নেন।

জাতীয় সংসদে ছয়বার হবিগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করা এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিল ৭৮ বছর।

নিজামুল হক উত্তরপূর্বকে বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।মঙ্গলবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে রাখা হয়েছিল।

পরিবার জানায়, বিকাল সাড়ে ৪টায় এনামুল হকের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের সাউথ প্লাজায়। সেখানে জানাজার পর হেলিকপ্টারে করে কফিন নেওয়া নেওয়া হবে হবিগঞ্জে ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ ঈদগাহ মাঠ ও দুপুর ২টায় মাধবপুর উপজেলা সদরে, চুনারুঘাটে ঈদগাহ মাঠ ও সব শেষে শায়েস্তাগঞ্জ ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
34Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার