প্রচ্ছদ

পরিবারের ১৪ জনকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা

২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

15144-india-murderরোববার ভোরে ঠানের এই বাড়ি থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ- জি নিউজ
পরিবার ও অত্মীয়স্বজন মিলিয়ে পরপর ১৪ জনকে খুন করে নিজে আত্মহত্যা করলেন এক যুবক। ভারতের মহারাষ্ট্রের থানে জেলার কাসরওয়াডি গ্রামে পৈশাচিক এ হত্যালীলার ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার ভোরে ঠাণের কাসারওয়াদাবলি গ্রামের একটি বাড়ির ভেতর থেকে ১৪ জনের মৃতদেহ ও এক নারীকে গুরুতর আহত অবস্থায় জীবিত উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে ছয় মহিলা ও সাত শিশু রয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিজের পরিবারের ১৪ সদস্যকে খুন করেছে হাসান আনওয়ার ওয়ারেকর নামে বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি। নিহতদের মধ্যে হাসানের স্ত্রীও রয়েছে। হাতে ছুরি ধরা অবস্থায় হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। প্রথমিকভাবে তদন্তকারীদের অনুমান, প্রথমে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে সবাইকে খুন করে হাসান।

ঠাণের যুগ্ম পুলিশ কমিশনার আশুতোষ দুমরে বলেন, ‘আমরা এখনও খুনের সঠিক কারণ জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক বিবাদের কারণে এই হত্যাকাণ্ড। আহত নারী সুস্থ হলে তাকে জেরা করে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার