প্রচ্ছদ

বিএনপির দুই পদের জন্য তফসিল ঘোষণা

২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

 

2011-01-30__Khaleda-Tariqueবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে। আগামী ১৯ মার্চ সম্মেলনের দিন এ দুই পদে ভোট গ্রহণ করা হবে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

নির্বাচন কমিশনার জমিরউদ্দিন জানান, ভোটের আগে ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র।

তিন বছর পরপর কাউন্সিল করার কথা থাকলেও এবার ছয় বছর পর মার্চে হতে যাচ্ছে বিএনপির কাউন্সিল।

এ বিষয়ে দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তার কারণে এ দুই পদে অন্য কেউ নির্বাচন করে না। মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান তিনি।

দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে বিএনপির প্রার্থীদের ওপর হামলা-মামলা হচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে তুলে করা হলেও সরকারের আজ্ঞাবহ কমিশন হওয়ায় তারা তা ভ্রূক্ষেপ করছে না।

 

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার