২ বছরে দেশকে বাঁশের সাঁকো-মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রী
০২ মার্চ ২০১৬, ১১:৪১
২০১৭ সালের মধ্যে দেশকে বাঁশের সাঁকো মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও বলেছেন তিনি। এলক্ষ্যে উপজেলা পর্যায়ে পুল, কালভার্ট নির্মাণ করতে ৩৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান। তিনি জানান, ৬৪ জেলার ৪৯৮টি উপজেলায় পুল ও কালভার্ট নির্মাণ করে বাঁশের সাঁকো না রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে একনেকের বৈঠকে এই প্রকল্পসহ ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলার জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস চার লেন সড়কের নির্মাণ প্রকল্পও রয়েছে।
এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬৬৫০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৫৬৯৪ কোটি ৫৬ লাখ ও প্রকল্প সাহায্য ৯৫৬ কোটি ১৯ লাখ টাকা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন