অপরাধীদের চিহ্নিত করতে জনপ্রতিনিধি ও জনগণকে এগিয়ে আসতে হবে – মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
০৭ মার্চ ২০১৬, ১২:৪৪
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আইন শৃক্সখলা পরিরিস্থিতি স্বাভাবাকি রাখতে পুলিশের পাশাপাশি জনগণকে সোচ্চার হতে হবে। সমাজ বিরোধী কার্যকলাপ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাখতে অপরাধীদের চিহ্নিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৬ মার্চ রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমআরা বেগম পান্না, সহকারী কমিশনার (ভূমি) বিজেন ব্যানার্জী, দক্ষিণ সুরমা থানার ওসি এস এম আতাউর রহমান, মোগলা বাজার থানার ওসি খায়রুল ফজল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, সহ-সভাপতি চুনু মিয়া, জেলা আ’লীগ নেতা হাজী ময়নুল ইসলাম ও কবির উদ্দিন আহমদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আজমল খান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, দাউদপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, সিলাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলায়মান হোসেন, কামাল বাজারর ইউপি প্রশাসক চন্দন দত্ত, বরইকান্দি ইউপি প্যানেল চেয়ারম্যান মাছুম আহমদ, আব্দুূল ওয়াহাব খোকা খান, ইসমাইল হোসেন, সালমা বাছিত, আব্দুল করিম, সিরাজুল আম্বিয়া, হাজী আব্দুল মতিন প্রমুখ।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন।