প্রচ্ছদ

পেছালো আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

১০ মার্চ ২০১৬, ১০:৪৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

6dab77463d0b36620d0801f3f9bf695e-পূর্বনির্ধারিত তারিখে আওয়ামী লীগের জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে না। ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে উপস্থিত একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৮ মার্চ সম্মেলন হওয়ার কথা ছিল।
বুধবার সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জানানো হয়, আগামী ১৯ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই সভায় সম্মেলেনের নতুন তারিখ জানানো হবে।
বৈঠকে আরও জানানো হয়, সম্প্রতি শেষ হওয়া পৌরসভা নির্বাচন ও আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে যেসব প্রার্থীর আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং করবেন, তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল থেকে পাঠানো প্রার্থী তালিকা যাচাই-বাছাই করা হয়। তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৭১২টি আসনের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার