খেলাধুলা চিত্তবিনোদন ও শৃংখলার অংশ ——– মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১২ মার্চ ২০১৬, ২২:৪১
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, মানুষের চিত্তবিনোদনের অংশ হচ্ছে খেলাধুলা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ পৃষ্ঠপোষকতায় খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ বহির্বিশ্বে অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অপরাধ প্রবণতা থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাও শৃক্সখলার একটি অংশ। এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয়ে জ্ঞানলাভ করা সম্ভব।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১২ মার্চ শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক নিজাম উদ্দিনের পরিচালনায় প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা কামাল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম, দক্ষিণ সুরমার থানার ওসি এস এম আতাউর রহমান, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, এডভোকেট সালেহ আহমদ হীরা, ব্যবসায়ী আলহাজ¦ তফজ্জুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী হাজী রাশিদ আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন।
বক্তব্য রাখেন অভিভাবক নিজামুর রহমান নিজাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন আলী।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান আতিক, নজমুল আলম, কামাল উদ্দিন রাসেল, হাজী আফতাব আলী, আব্দুস সালাম মর্তু, জয়নাল আহমদ মেম্বার, খলিলুর রহমান, আব্দুল বাছিত রানা, সুজন উদ্দিন খান, নিজাম উদ্দিন খসরু, হাজী দুদু মিয়া, আব্দুল জব্বার, শাহ মবশি^র, কওসর আহমদ, রওশন আহমদ, শাহ ছমির উদ্দিন মেম্বার, আব্দুল আহাদ, মকন মিয়া, ছইল মিয়া, মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা আলকাছ মিয়া, আকবর আলী মেম্বার, আফছর আলী, ইছরাব আলী, সারওয়ার আলম মিতুন, আশিক আলী, সাদিক মেম্বার, ছালিক মেম্বার, হোসেন মিনহাজ, বেলায়েত হোসেন, ফয়েজ আহমদ, ক্বারী ফয়সল আলম, আঙ্গুর আলী, আনোয়ার আলী, মকসুদুল করিম রুহেল, শাহেদ আহমদ, আব্দুস সামাদ টিপু, বাসির আহমদ, মইন উদ্দিন, লিটন খান, জামাল আহমদ, কামরান আহমদ, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন বুশরা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণীর ছাত্র রুমন আহমদ, গীতা পাঠ করে পপি ঘোষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপিকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।