প্রচ্ছদ

সরকার আধুনিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে: মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১২ মার্চ ২০১৬, ২২:৪৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

1-48সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা ও প্রযুক্তি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, নতুন নতুন ভবন নির্মাণ, শিক্ষক স্বল্পতা দূরীকরণসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করছে। সরকারের এ সুযোগ সুবিধা শিক্ষার্থীদেরকে কাজে লাগাতে হবে এবং নিজেকে একজন দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে উচ্চ শিক্ষাই মানুষের সুন্দর জীবন গড়ে তোলার সহায়ক।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি শনিবার দুপুরে ৬১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মিত দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের রস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আশরাফ উজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর পরিচালক, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, মোগলা থানার ওসি খায়রুল ফজল, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী।
প্রধান শিক্ষক মাহমুদ হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন মেম্বার, শিক্ষানুরাগী সৈয়দ ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মতিন, সাধারণ সম্পাদক নেছার আলী, শিক্ষক আখতার হোসেন, প্রবাসী শাহ রফিক আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, আবদুস শহীদ মাষ্টার, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর পরিচালক বিজন কুমার দেব নাথ, ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, জুলহাস আহমদ, পারভেজ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন বখত, যুগ্ম আহবায়ক আশিক আহমদ, সাদিক আহমদ মেম্বার, হোসেন আহমদ মিনহাজ, ছাত্রলীগ নেতা শেখ আলী আশরাফ সোহেল প্রমুখ।
অনুষ্ঠান পূর্বে ফলক উন্মোচন করে মোনাজাতের মাধ্যমে ভবনের উদ্বোধন করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার