ক্রিকইনফো’র জরীপে বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মুস্তাফিজ
১৪ মার্চ ২০১৬, ২১:২৯
জনপ্রিয় ওয়েবসাইট ইএএসপিএন ক্রিকইনফো’র বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বোলিং-বিস্ময় মুস্তাফিজুর রহমান। ওয়েবসাইটটির ব্যবহারকারী ও মনোনীত বিচারকদের ভোটাভুটিতেই আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই কাটার বিশেষজ্ঞ।
গত বছর জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন মুস্তাফিজ। অভিষেকে ৫ উইকেট নিয়ে টাইগারদের ম্যাচ জেতান। দ্বিতীয় ম্যাচে নেন ৬ উইকেট, ভারতের বিপক্ষে সিরিজ জয়ে ওটাই রাখে সবচেয়ে বড় ভূমিকা। অভিষেক সিরিজের তিন ম্যাচে সব মিলিয়ে তাঁর উইকেট ছিল ১৩টি। মোট ২৬টি ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত ১২.৩৪ গড়ে তার উইকেট ২৬টি। টেস্ট অভিষেকেও মুস্তাফিজ ছিলেন অনন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টেই এক ওভারে তিন উইকেট নেন, পান ম্যাচ সেরার পুরস্কার। সেরা অভিষিক্ত হিসেবে তাই মুস্তাফিজকে বেছে নেওয়াটা খুবই সহজ কাজ ছিল ইয়ান চ্যাপেলের নেতৃত্বাধীন বিচারক দলের কাছে।
বিচারকদের মধ্যে ইয়ান চ্যাপেল ছাড়াও ছিলেন জেফ ডুজন, জন রাইট, মাহেলা জয়াবর্ধনে, মার্ক বুচার, মার্ক নিকোলাসসহ ইএসপিএন ক্রিকইনফোর প্রধান সম্পাদক ও সাংবাদিকেরা।
বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর বর্ষসেরা টেস্ট বোলার হয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড। বর্ষসেরা ওয়ানডে বোলার হয়েছেন নিউজিল্যান্ডের টিম সউদি। বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডান ম্যাককালাম।
বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ভারতের রোহিত শর্মা। আর বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড ওয়াইস। গেল জানুয়ারিতে ক্রিকইনফোর প্রকাশিত ওয়ানডের বর্ষসেরা বোলারের তালিকায় ছিলেন বাংলাদেশের তরুণ উদীয়মান বোলার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় ছিলেন বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি হিসেবে টানা দুটি সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে টেস্ট ব্যাটিংয়ে স্থান করে নিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে গত বছর ডবল সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল। আর বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছিলেন অসাধারণভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মুর্তজা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন