স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার আন্তরিক — মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি
১৪ মার্চ ২০১৬, ০০:২৯
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে যা যা করার দরকার তা করা হচ্ছে। জনগণ যাতে স্থানীয় সরকারের মাধ্যমে তাদের উপকারিতা ভোগ করতে পারে। উন্নয়নের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিক। সরকারের সীমিত সম্পদ দিয়ে জনগণের আশা আকাংখা প্রতিফলন ঘটাতে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল রোববার ১৩ মার্চ বালাগঞ্জ উপজেলা আইন শৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়ার সভাপতিত্বে সমন্বয় সভা ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহার“ল ইসলামের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আছগর, মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, গোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল নূর, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, জালাল উদ্দিন সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী উপজেলার ১৬ জন কৃষকদের মধ্যে সেচ মেশিন ও ধানের চারা রোপনের মেশিন ১৩ জন গরীব লোকদের মধ্যে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে বিতরণ এবং ৪০টি পরিবারকে সৌর বিদ্যুৎ বিতরণ করেন।