প্রচ্ছদ

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সানি সাময়িক নিষিদ্ধ

১৯ মার্চ ২০১৬, ১৫:১৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

1458377673বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের স্পিনার আরাফাত সানি। তার বদলে বাংলাদেশ দলে যোগ দিতে পারেন সাকলাইন সজীব।

 

গত ১৪ মার্চ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে সানির বায়ো-মেকানিক্যাল টেস্ট নেয়া হয়। এর পরের দিন পরীক্ষা দেন তাসকিন আহমেদ। পরীক্ষার ফল জেনে শনিবার কিছুক্ষণ আগে ব্যাঙ্গালুরুতে তা ঘোষণা করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট । সানির পরীক্ষার ফলাফল আসলেও তাসকিনের পরীক্ষার ফলাফল আসেনি এখনো।

 

আর আরাফাত সানির পরিবর্তে দলে যোগ দিচ্ছেন সাকলায়েন সজীব। বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। জয় পাওয়া ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন দুই আম্পায়ার।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার