প্রচ্ছদ

তাসকিনকে নিষিদ্ধ করতে নিজেদের আইনই মানেনি আইসিসি

২০ মার্চ ২০১৬, ০৮:১৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

বোলিংfile অ্যাকশনে ত্রুটির কথা বলে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে নিষিদ্ধ করেছে আইসিসি। অথচ একজন বোলারের বোলিং টেস্ট নেয়া এবং তাকে নিষিদ্ধ করার জন্য আইসিসির যে নিয়ম, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা মানেনি সেটাই!

 

এ বিষয়ে বিসিবির আইনজীবী মুস্তাফিজুর রহমান খান তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে বোলিং পরীক্ষা নেয়ার নিয়ম এবং বোলারকে নিষিদ্ধ বা বৈধ ঘোষণার প্রক্রিয়ার কথা স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন তিনি।

 

 

নিয়ম অনুযায়ী বোলিং টেস্টে একজন বোলারকে সেই ডেলিভারিই করতে বলা হয়, যে ডেলিভারির বিষয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেন। অথচ তাসকিনের বেলা তা করা হয়নি। তার সাধারণ ডেলিভারিগুলো বাদ দিয়ে তাকে বাউন্সার করতে বলা হয়। বোলারকে কোন ডেলিভারি করতে বলা হবে, সে বিষয়ে স্পষ্ট বলা আছে আইসিসি বোলিং পরীক্ষা বিষয়ক বিধির ২.২.৬ ধারায়।

 

তাসকিনের বিষয়ে সন্দেহ পোষণ করার বিষয়েও নিয়ম মানেনি আইসিসি। নিয়ম অনুসারে সন্দেহ পোষণ করার ক্ষেত্রে নির্দিষ্ট করে বলতে হবে কোন ডেলিভারিতে সমস্যা। আইসিসির বোলিং অ্যাকশন বিষয়ক বিধিমালার ২.১.১ ধারায় এ কথা বলা হয়েছে।

 

অথচ তাসকিনের বেলায় আম্পায়াররা অভিযোগ করেছেন ঢালাওভাবে। ঠিক কোন ডেলিভারিতে তাসকিনের সমস্যা হচ্ছে তা উল্লেখ করেননি তারা।

 

এ ছাড়া বোলিং টেস্টে বাউন্সার ছাড়া তাসকিনের সব ডেলিভারিই বৈধ প্রমাণিত হয়েছে। বাউন্সারের ক্ষেত্রেও আইসিসি উদ্দেশ্য প্রণোদিতভাবে টেস্ট নিয়েছে তার। তাসকিনকে দিয়ে মোট নয়টি বাউন্সার করানো হয়েছে। সেখানে তিনটির ক্ষেত্রে তার অ্যাকশনে সমস্যা পাওয়া যায়।

 

সব মিলিয়ে তাসকিনকে নিষিদ্ধ করার ব্যপারে আইসিসির ভূমিকাকে প্রহসনমূলক বলে মন্তব্য করেছেন বিসিবির আইনজীবী। এ দিকে বোলিং টেস্ট বিশ্লেষণ না করেই বিসিবি বিকল্প দুই খেলোয়াড়কে ভারত পাঠিয়ে দিয়েছে। সেটাও এক রকম তড়িঘড়ি করে।

 

 

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার