তৃণমুল পর্যায়ে দলীয় নেতা- কর্মীরাই চালিকা শক্তি —-মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২২ মার্চ ২০১৬, ০৭:৩৮
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ জনগণের সংগঠন। তৃণমুল পর্যায়ে দলীয় নেতা-কর্মীরাই দলের চালিকা শক্তি। দলীয় কার্যক্রম চাঙ্গা থাকলে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। এই লক্ষ্যকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দলীয় ইমেজ ধরে রাখতে আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা দেশব্যাপী বিস্তৃত রয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকারের এ উন্নয়ন জনসম্মুখে তুলে ধরে দলের ভাবমূর্তি উজ্জল করতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২১ মার্চ সোমবার সন্ধ্যায় বদিকোনাস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মইনুল ইসলাম, শহিদুর রহমান শাহিন, জেলা আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক কফিল আহমদ চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাজী চুনু মিয়া, উপজেলা আ’লীগ নেতা কামাল উদ্দিন রাসেল, শাহ আলম, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েজ আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আলী, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশির মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, রবইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌছ মিয়া, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন বক্ত প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামীলীগ ও ১০টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন