ফেঞ্চুগঞ্জে মাইজভান্ডারীর আগমনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে টানটান উত্তেজনা মুজিবুল বশর মাইজভান্ডারীকে প্রতিহতের ঘোষণা।
২৩ মার্চ ২০১৬, ০০:৩২
ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে মাইজভান্ডারীর মাহফিলকে কেন্দ্র করে এলাকায় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইসলাম বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মুজিবুল বশর মাইজভান্ডারীকে ফেঞ্চুগঞ্জে প্রতিহতের ঘোষণা দিয়েছে স্থানীয় তৌহিদী জনতা।
মঙ্গলবার (২২ মার্চ) উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তর কুশিয়ারা এলাকার তৌহিদী জনতার পক্ষ থেকে মুজিবুল বশর মাইজভান্ডারীকে প্রতিহতের ঘোষণা প্রদান করা হয়। এছাড়া অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ইলাশপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম জানু মিয়ার বাড়িতে আগামী ২৮ শে মার্চ মাইজভান্ডারীর ওরস মাহফিলের দিন ধার্য্য করা হয়। ওরসে মুজিবুল বশর মাইজভান্ডারী আসবেন এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকার ধর্মপ্রাণ লোকজনের অভিযোগ, মুজিবুল বশর মাইজভান্ডারী নিজের মতবাদ প্রচার করতে ইসলাম বিদ্বেষী কর্মকান্ড চালিয়ে আসছেন।তিনি, আওলাদে রসূল দাবী করেন।
এছাড়া তিনি(মুজিবুল বশর মাইজভান্ডারী) মৃত্যুকালে কষ্ট থেকে মুরিদদের মুক্তি দিবেন এবং কবরে আরামের ব্যবস্থা করবেন। পীর ও খোদা এক। তারমতে, শরীয়ত ও তরিকত ভিন্ন। তিনি হায়াত ও মউতের নিয়ন্ত্রন করেন। গান বাজনা ও বাদ্যযন্ত্রকে জায়িয বলেন। জিকির দ্বারা কুলব জারি করলে নামাজ পড়তে হয়না।
এছাড়া মুজিবুল বশর মাইজভান্ডারীকে তার মুরিদরা সেজনা করেন এমন এ সকল ইসলাম বিরোধী কর্মকান্ডের জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় লোকজন আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাতের কাছে স্মারকলিপি প্রদান করেন- ইছরাব আলী, আফতার আলী, তোরাব আলী, আব্দুল হাই, মাওলানা শাহিদুর রহমান, বিলাস মিয়া, হাফিজ হাফিজুর রহমান, মাওলানা মোস্তাক আহমদ, মালানা ফয়জুল ইসলাম ফয়েজ।
স্মারকলিপি প্রদানের পূর্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এলাকাবাসীর পক্ষ থেকে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইলাশপুর গ্রামের ইছরাব আলী। সভায় যে কোন মূল্যে মুজিবুল বশর মাইজভান্ডারীকে ফেঞ্চুগঞ্জে প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে মাইজভান্ডারীর ওরস মাহফিলের উদ্যোগতা তরিকুল ইসলাম জানু মিয়া বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় মুজিবুল বশর মাইজভান্ডারীর মাহফিল হচ্ছে। আগামী ২৮ মার্চ ফেঞ্চুগঞ্জেও হবে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত বলেন, এলাকার আইনশৃংখলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন