প্রচ্ছদ

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

২৭ মার্চ ২০১৬, ০৭:০৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

12439178_948198965227703_3698641988799566680_nদক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ২৬ মার্চ শনিবার সকালে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা চন্দন দত্তের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সহকারী কমিশনার ভ‚মি বিজেন ব্যানার্জী, দক্ষিণ সুরমা থানার ওসি এস এম আতাউর রহমান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা আ’লীগ নেতা কবির উদ্দিন আহমদ ও আলহাজ¦ মইনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুবল চন্দ্র পাল, লতিফা-শফি মহিলা কলেজে অধ্যক্ষ আমিরুল আলম খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, প্রেসক্লাব সভপতি আজমল খান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, আ’লীগ নেতা শাহ ছমির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুটি মিয়া, সাবেক কমান্ডার সফিক মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজ আহমদ মালিক, উপজেলা প্রকল্প কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী আব্দুল মতিন, আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আফতাব, সেলিম আহমদ মেম্বর।
সকাল ১০টায় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার