ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২৭ মার্চ ২০১৬, ০৬:৫৯
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ২৬ মার্চ শনিবার সকালে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাতের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, সহকারী কমিশনার ভ‚মি আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মানিক, মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদক মামুন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বিজন দেব নাথ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসার আহমদ শাহ প্রমুখ।
সকাল ৯টায় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। দুপুরে ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে তার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে দুপুরের খাবার খান।