প্রচ্ছদ

শাহজালাল সারকারখানায় স্থানীয় লোকদের চাকুরীর সুযোগ দিতে হবে—– মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২৭ মার্চ ২০১৬, ০৬:৫২

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileসিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানায় স্থানীয় লোকদের যোগ্যতার ভিত্তিতে চাকরীর সুযোগ দিতে হবে। এ নিয়ে কোন টালবাহানা করতে দেওয়া হবে না। বর্তমান সরকার জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নতুন নতুন কলকারখানা স্থাপন করে যাচ্ছেন। সরকারের এই সুযোগ সুবিধা প্রাপ্তিতে স্থানীয় জনগণের অগ্রাধিকার রয়েছে। তাই এ লক্ষ্যকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জে শাহজালাল সারকারখানা নির্মাণ করা হয়েছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ সারকারখানা প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্কয়ারে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইন উদ্দিন আহমদের সভাপতিত্বে, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীর ও মাহবুবুল ইসলাম মিসলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মানিক, হাজী লেইছ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, ফেঞ্চুগঞ্জ আ’লীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, জুবেদ আহমদ চৌধুরী শিপু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেল আ’লীগের সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ নেওয়াজ, আব্দুল হাই খসরু, মির সাখাওয়াত হোসেন তরু, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, দপ্তর সম্পাদক জুলহাস আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, সিবিএর সাবেক সভাপতি সালেহ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রায়হান খন্দকার, সিবিএ নেতা রাজু আহমদ মুন্না, সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান শাহ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বিজন কুমার দেব নাথ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডি এম ফয়ছল, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল, পারভেজ আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক জালাল আহমদ, উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুমিলুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রোমান এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
এছাড়াও সিবিএর সাবেক নেতা রাজু আহমদ মুন্নার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার