চাষের আওতায় আসছে সিলেটের অনাবাদী জমিসমূহ
৩১ মার্চ ২০১৬, ০০:০৬
সিলেট বিভাগীয় কৃষি উন্নয়ন কোর কমিটির উদ্যোগে সিলেট বিভাগের অনাবাদী কৃষি জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট সার্কিট হাউসে বুধবার বিকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে সিলেটে অনাবাদি ২৫ হাজার ১শ’ ৯৬ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা হচ্ছে। সিলেট বিভাগের প্রতিটি উপজেলা থেকে ১টি করে ইউনিয়ন নির্বাচন করে বোরো মৌসুমে সর্বাত্মক চাষাবাদ কার্যক্রম শুরু করা হবে। পাইলট প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে এসব জমিতে চাষাবাদের উদ্যোগ গ্রহণ করছে সরকার।
সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে তিনি আরোও বলেন, সিলেট অঞ্চলে প্রচুর অনাবাদি জমি রয়েছে। কৃষি মন্ত্রণালয় কর্তৃক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি কোর কমিটির মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানান জামাল উদ্দীন।
কোর কমিটির সংবাদ সম্মেলনে অনাবাদি জমি সংক্রান্ত তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষ্ণচন্দ্র।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন, জেলা প্রশাসক জয়নাল আবেদীনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিভাগীয় কোর কমিটির সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়- সিলেট বিভাগে মোট ৭ লাখ ৮৯ হাজার ১০৩ হেক্টর ফসলি জমি রয়েছে। এসব জমির মধ্যে রবি মৌসুমে পতিত থাকে ১ লাখ ৬৪ হাজার হেক্টর, খরিপ-১ মৌসুমে জমি পতিত থাকে ১ লাখ ৮১ হাজার ৭২৫ হেক্টর, খরিপ-২ মৌসুমে ৭১ হাজার ৫০১ হেক্টর জমি পতিত থাকে।
এসব জমি পতিত থাকার পিছনে নানা কারণ বিদ্যমান। এগুলো নির্ণয় করেছে স্থানীয় কৃষি বিভাগ। যার মধ্যে সেচের পানির অভাব, পাথর ও গ্যাসের কারণে সেচ যন্ত্র স্থাপনে সমস্যা, পানির স্তর গভীরে থাকা, বড় কৃষকদের চাষাবাদে অনিহা, জমির মালিক বিদেশে থাকা, জমি বর্গা দিতে অনীহা ও শ্রমিক সংকট।
এসব পতিত জমি চাষাবাদের আওয়তায় আনার পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের এমন তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন