প্রচ্ছদ

দক্ষিণ সুরমা যুবলীগের মতবিনিময়

০৫ এপ্রিল ২০১৬, ১১:১৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileসিলেট দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের এক মতবিনিময় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সিলাম ইউনিয়ন আ’লীগের তৃণমূল চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ইকরাম হোসেন বক্ত মনোনিত হওয়ায় সন্ধ্যায় ভার্থখলা টার্মিনাল রোডস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ও মোসাদ্দেক হোসেন মুসার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আবু সাদ জুবেরী, জামাল উদ্দিন, আশিক আলী, সোহেল আহমদ কর্নেল, সাহাব উদ্দিন শাহিন, জাতীয় শ্রমিকলীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, ছাত্রলীগ নেতা ইকবাল আহমদ, শাকিল হোসেন, দুলাল আহমদ ও ফাহিম আহমদ।

সভার শুরুতে সিলাম ইউনিয়ন আ’লীগের তৃণমূল চেয়ারম্যান প্রার্থী ইকরাম হোসেন বক্ত মনোনীত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়- আগামি শনিবার বিকেল ৫টায় বদিকোনাস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা করা হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার