মাথাপিছু আয় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা , জিডিপি প্রবৃদ্ধি ৭.০৫
০৫ এপ্রিল ২০১৬, ১৩:২৬
ফেঞ্চুগঞ্জ সমাচার
০৫ এপ্রিল১৬ঃ ২০১৫-২০১৬ অর্থবছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ হয়েছে।
আর মাথাপিছু আয় বেড়েছে ১ হাজার ৪৬৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা। আগে মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৩১৬ ডলার।
মঙ্গলবার (০৫ এপ্রিল) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় বিষয়টি নিশ্চিত করেছে। এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সূত্র বলছে, বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। তবে এবার সে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যা কোনো নির্বাচিত সরকারের আমলে এটাই রেকর্ড জিডিপি। তবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৬-২০০৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ০৬ শতাংশ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন