সিলেটে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
০৬ এপ্রিল ২০১৬, ১০:৫৫
বজ্রাঘাতে সিলেট ও কুলাউড়ায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভারী বর্ষণের সময় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
সিলেট নগরীর ঘাসিটুলা এলাকায় বজ্রাঘাতে স্কুল ছাত্রী কলি (১২), কোম্পানীগঞ্জের কুড়াইল হাওরে সুলেমান (৩০) ও একই উপজেলার ইছাকলসে আব্দুর রহমান (২০) নামের দুই কৃষক এবং কুলাউড়ায় রশিদ আলী (৩৫) নামের আরেকজনের মৃত্যু হয়েছে।
ওসমানী মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি মেডিক্যাল কর্মকর্তা ডা. রুকনুজ্জামান জানান, সম্ভববত বজ্রপাতটি বসত ঘরের পাশে পড়েছে।তাই ভয় ও বিকট শব্দের কারণে মেয়েটির মুত্যু হতে পারে। তবে মেয়েটির শরীরে কোনও ধরনের চিহ্ন নেই। কলির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়।
কোম্পানীগঞ্জের কুড়াইল হাওরে সুলেমান এবং ইছাকলস গ্রুপ ফিশারিজ এলাকায় আব্দুর রহমানের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানিয়েছেন।
এদিকে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দলীয়ার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে রশিদ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন