প্রচ্ছদ

আগামীকাল শুরু আইপিএলের নবম আসর

০৮ এপ্রিল ২০১৬, ১৬:৪৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

downloadআবার দুই মাসের আনন্দযজ্ঞ নিয়ে ফিরে এলো আইপিএল। ঘরোয়া ক্রিকেটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসরটি ভারতে বসছে ৯ এপ্রিল, শনিবার। ২৯ মে এর শেষ। প্রথম দিনে মুম্বাইয়ে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে নতুন দল পুনে সুপারজায়ান্টসের।

ভারতের মাটিতে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শিরোপা জেতার মতোই ফেভারিট ছিল স্বাগতিক দল। কিন্তু সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বীরত্বে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। এই দুঃখবোধ ভারতীয়দের আছে। দেশটির ক্রিকেট ভক্তরা আশা করছে আইপিএল তাদের সেই দুঃখ মুছে দেবে। “ধোনি ও তার দলের পারফরম্যান্স ভালো ছিল না। আশা করি সেমিফাইনালে হারের দুঃখটা ভুলিয়ে দেবে আইপিএল-” বলেছেন কলকাতা নাইট রাইডার্সের সমর্থক নেহাল আহমেদ।

এটা আইপিএলের নবম আসর। আটটি দল ৬০ ম্যাচের প্রতিযোগিতায় নামছে ১০টি ভেন্যুতে। ২০১৩ এর কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তাদের জায়গা নিয়েছে পুনে ও গুজরাট লায়ন্স। ভারত ও ভারতের বাইরের ক্রিকেটারদের জন্য এটি ক্যারিয়ার গড়ার মাধ্যম। যেখান থেকে পাওয়া টাকা তাদের দেয় বিলাসবহুল জীবনের গ্যারান্টি।

এবারের আসরেও বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সরা আলো ছড়াবেন। কিন্তু সবার চোখ থাকবে মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারের দিকে। এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই বিস্ময় বোলারে পরিণত হয়েছেন বাংলাদেশের কাটার বিশেষজ্ঞ মুস্তাফিজ। তার স্লোয়ার ও কাটারের মায়াবী বিভ্রম দেখেছে এবারের বিশ্বকাপও। সানরাইজার্স হায়দ্রাবাদ ১ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে তাকে। এবারের আসরের অন্যতম আকর্ষণ তিনি। কলকাতা নাইট রাইডার্সে খেলা বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান তো আইপিএলে প্রতিষ্ঠিত নাম।

তবে এই আসরের আগে আন্তর্জাতিক ক্রিকেটেও প্রতিষ্ঠিত নাম ছিল না কার্লোস ব্রাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের এই অল রাউন্ডারকে দিল্লি ডেয়ারডেভিলস নিলামে কিনেছে ৬ লাখ ৪০ হাজার ডলারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারের প্রথম ৪ বলে ৪ ছক্কার কীর্তির জন্য ক্রিকেট ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন ব্রাথওয়েট। ওই চার ছক্কাতেই তো ইংল্যান্ডের হাত থেকে বিশ্বকাপটা ছিনিয়ে আনলেন এই ক্যারিবিয়ান। তার মতো সুপারস্টারের দিকেও আইপিএলে চোখ থাকবে সবার।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার