ফেঞ্চুগঞ্জে অতিবৃষ্টিতে প্রায় ৮০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে
০৮ এপ্রিল ২০১৬, ০০:৫৮
ফেঞ্চুগঞ্জ সমাচার
অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন হাকালুকি,বাড়ুয়া, দামড়িয়া ও চিলুয়া হাওরের ৮০৫ হেক্টর বোরো ফসল সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহ ধরে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বৃহত্তম হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন হাওরের বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
হাকালুকি হাওরের বোরো ফসলের ৩৭৫ হেক্টর,বাড়ুয়ার এবং দামড়িয়া হাওরে চিলুয়া ৪৩০ হেক্টর ফসল সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র বলেন, এ বছর উপজেলায় ফসলের বাম্পার ফলন হয়েছিলো। মাত্র একটি সপ্তাহ সময় পেলে কৃষকরা বোরো ধান তুলে নিতে পারতো
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন